ভাঙ্গনে পদ্মাসেতু নির্মান কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: সেতু মন্ত্রীমো. সুজন. মুন্সীগঞ্জ প্রতিনিধি :: সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মার এই আকস্মিক ভাঙ্গেনে নির্মানাধীন পদ্মা সেতুর নির্মান কার্যক্রমে বিঘ্ন ঘটনার কোন আশঙ্কা নেই। ভাঙ্গন প্রতিরোধে এ পর্যন্ত ২০ হাজার বস্তা বালুর ব্যাগ ফেলা হয়েছে। আর ৫ লাখ বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করা হবে।

আজ বুধবার দুপুর  ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগস্থ পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙ্গন দৃশ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় পদ্ম সেতু কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুধবার সকাল পর্যন্ত কুমারভোগস্থ পদ্মা সেতু প্রকল্প এলাকায় এ পর্যন্ত ৫’শ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here