রাজধানীর বাড্ডায় বৃহস্পতিবার বোমা হামলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের ভাগিনা মামুনুর রহমান মামুন (৩৫)নিহত হয়েছেন। তিনি বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানা গেছে বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। বোমা বিস্ফোরণ ঘটলে মামুন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

মামুনের ভাই মোহাম্মদ সুমন সাংবাদিকদের বলেন, মামুনের সঙ্গে স্থানীয় কয়েকজনের সঙ্গে বালুর ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মামুনকে হত্যা করা হতে পারে।

বাড্ডা থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্তের পাশাপাশি ককটেল নিক্ষেপকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিবার পরিজন সূত্র জানা গেছে, মামুন গ্যারেজ ব্যবসার পাশাপাশি বালুর ব্যবসা করতেন। তিনি পরিবারের সঙ্গে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন।

মামুন আনন্দনগর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here