বেপরোয়া গতিতে এসি বাস খাদে: শিশুসহ নিহত দুইস্টাফ রিপোর্টার :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী এসি বাস খাদে পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০ থেকে ১২ জন। এদের মধ্যে গুরুতর আহত ৫/৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- নোয়াখালী সদর থানা এলাকার পান্থ (২৮) ও একই জেলার বেগমগঞ্জ থানার পপি (১০)।

দুর্ঘটনার পর মহাসড়কটির যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা চার ঘন্টা দীর্ঘ যানজট থাকে। এসময় বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় প্রবল বৃষ্টিপাতের সময় বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে যাত্রাবাড়ি থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।

নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here