বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদেঢাকা :: বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঢাকার মেয়াদোর্ত্তীণ কমিটি বাতিল করে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সাপ্তাহিক চিন্তা-ভাবনার সম্পাদক ড. নেছার উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, নোয়াখালী প্রতিদিন সম্পাদক ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক রফিকুল আনোয়ার, অজয়বাংলার সম্পাদক শওকত মাহমুদ, লক্ষ্মীপুর সমাচার সম্পাদক জাকির হোসেন ভূইয়া, সাপ্তাহিক নোয়াখালীর সম্পাদক এডভোকেট মীর মোশাররফ হোসেন মীরণ, ফেনীর কথা’র সম্পাদক আমির হোসেন জনি, সাপ্তাহিক নোয়াখালীর কথার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, সুধারাম বার্তার সম্পাদক এ কে এম গোলাম সরোয়ার, লক্ষ্মীপুর কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, পাক্ষিক পরশুরামের সম্পাদক মোঃ মাহবুব প্রমুখ।

সাধারণ সভায় সাবেক কমিটির স্বেচ্ছাচারিতা ব্যাপক অনিয়ম ও দুর্নীতি আলোচনা হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে এ কমিটি বাতিল করে ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাপ্তাহিক নোয়াখালীর কথার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন জনি, একেএম গোলাম সারোয়ার। সদস্য শওকত মাহমুদ, জাকির হোসেন ভূইয়া আজাদ, এডভোকেট হুমায়ুন করিব।

এ আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভূক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here