PM12-md201জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে বুধবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন ।

আশরাফুল আলম খোকন জানান, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন। ছয়দিন সেখানে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। পরে ৩ অক্টোবর সিলেট হয়ে দেশে ফেরার কথা রয়েছে তার। সব মিলিয়ে ১১ দিন দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৫ উড়োজাহাজটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে এদিন সকাল পৌনে ১০টার দিকে যাত্রা শুরু করবে।

ফ্লাইটটি ওইদিনই ঢাকার সময় রাত পৌনে ১০টার দিকে (স্থানীয় সময় বিকেলে পৌনে চারটায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। হিথ্রোতে প্রধানমন্ত্রীকে স্বাগত ও বিদায় জানাতে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান।

বিমানবন্দরে তিন ঘণ্টারও বেশি সময়ের ট্রানজিট নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১৮১-এ করে নিউইয়র্ক যাবেন তিনি। আর স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৪ সেপ্টেম্বর সকাল ৬টায়) পৌঁছাবেন নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। নিউইয়র্কের পার্ক এভিনিউস্থ হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here