রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত  হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের  ভর্তি পরীক্ষা আগামীকাল ২০ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামীকাল ২০ নভেম্বর থেকে। ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান চলবে ১৯ডিসেম্বর পর্যনত্ম।

এ বিষয়ে ওই বিভাগের সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্রশীল বলেন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের  ভর্তির জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস কোর্স), অনার্স অথবা মাস্টার্স ডিগ্রী অর্জনকারি আবেদন করতে পারবেন।

তবে গ্রেডিং পদ্ধতিতে আবেদনকারির নূন্যতম তিনটি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট থাকতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার যে কোন একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য নয়।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ইংরেজী ১৫ নম্বর, সাধারণ গনিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরসহ মোট ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীড়্গা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশিস্নষ্ট বিভাগ থেকে অফিস চলাকালীন সময়ে জানা যাবে।

এস.এইচ.এম তরিকুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here