সাধারণত আমাদের বুকে ব্যথা হলেই মনের ভেতর একটা আতঙ্ক কাজ করে। হার্টের সমস্যা ভেবে বসি! কিন্তু বুকে ব্যথা মানেই ভয়ের কারণ নেই। কারণ হার্টের সমস্যা ছাড়াও আরো অনেক কারণে হতে পারে বুকে ব্যথা। জেনে নিন-

১) অ্যাসিডিটি- অ্যাসিডিটি থেকে বুকে ব্যথা হয়। পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয়, তা ইসোফেগাস (পাকস্থলীর সঙ্গে গলার সংযোগকারী টিউব) দিয়ে উপরে উঠে এলে বুকে ব্যথা হয়। সাধারণভাবে পাঁজরের নীচে ডানদিক ঘেঁষে এই ব্যথা হয়। 
২) পেশীতে টান- ভারী জিনিস তোলার কারণে অনেকসময় পেশীতে টান ধরে। যার জন্যই বুকে ব্যথা হয়। 
৩) করোনারি আর্টারি ডিসিজ (CAD)- হার্ট অ্যাটাক নয়, তবে হ্যাঁ উদ্বেগজনক। CAD হচ্ছে হৃদপিণ্ডের ধমনীগুলিতে ব্লকেজ। যার ফলে হৃত্পেশীতে রক্ত ও অক্সিজেন সঞ্চালন বাধা পায়। তখনই বুকে ব্যথা হয়। 
৪) পালমোনারি এমবলিজম- ফুসফুসে সমস্যার কারণেও বুকে ব্যথা হয়। 
৫) নিউমোনিয়া ও নিউরাইটিস- বুকে ও ফুসফুসে কফ বসে সংক্রমণ হতে পারে। যার ফলে নিঃশ্বাস নেওয়ার সময়, কাশতে গেলে বুকে ব্যথা লাগে।

এবার বুঝতেই পারছেন, হার্ট অ্যাটাকের সাথে এই সবগুলোর ব্যথার পার্থক্য অনেক। তাই বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা নয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here