বিষাদ মেঘ  -শামসুদ্দিন হীরাবিষাদ মেঘ

-শামসুদ্দিন হীরা

এমন শোকাহত মেঘ বহুবার আসে
রেখে যায় মাটির গভীরে প্রাণ, শস্যদগ্ধ প্রান্তর।
শত মানুষের হদয় ভেঙে জনপদে বিষাদ অন্তর।
প্রত্যাহিক যে মৃত্যুরা রাতের অন্ধকার হেঁটে বেড়ায় অস্নাত এই শহরে!
ওরা আমারই আত্নজ প্রাণ।
জমাট বাঁধা ছায়ারা লাল নীল স্বপ্ন গুলো কেড়ে খায় অন্ধকারে।
পাহাড় ধস লাশ সড়ক মরণ হত্যা গুম এসবই কালপ্রহর।
কাল সন্ধ্যায় দাওয়ায় বসে যে পিতা সন্তানের ভবিষ্যৎ বুনন করছিল
সে এখন মৃত।
শহরে ছেলের কাছ থেকে মাসকাবারি নিয়ে যে ফিরছিলো,
সে এখন হিমঘরে।
এভাবে অযুত বিষাদচিহ্ন রেখে দিবে-
কালের স্বাক্ষী হয়ে।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here