বিশ্ব ইজতেমাস্টাফ রিপোর্টার :: যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টঙ্গীর তুরাগ তীরে বাংলায় আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যেই দেশি-বিদেশি মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।
আজ শুরুর দিনেই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহত্ জুম্মার নামাজ। এ নামাজে রাজধানী ঢাকা, উত্তরা, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার অগণিত ধর্মপ্রাণ মুসল্লি শরিক হবেন। প্রথম পর্বের ন্যায় এ পর্বেও রয়েছে র্যাব-পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
ইজতেমা আয়োজক মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার এ পর্বে রাজধানী ঢাকাসহ ১৬ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এজন্য ইজতেমা ময়দানকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। পাশাপাশি বিশ্ব ইজতেমার এ পর্বেও বিদেশি মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোনায় বিদেশি মুসল্লিদের জন্য আন্তর্জাতিক নিবাস স্থাপন করা হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here