স্পোর্টস ডেস্ক ::  ক্রিকেট খেলতে গিয়ে তার মতো মেইন পয়েন্ট (পুরুষাঙ্গ)-এ বলের আঘাত খুব একটা কেউ খাননি৷ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিসের অন্তত তেমনটাই দাবি৷ বারবার ওই বিশেষ জায়গায় বলের আঘাত খেতে কারই বা ভালো লাগে৷

তাই এই অদ্ভূত সমস্যার সমাধান অবশেষে নিজেই করেছেন ডু প্লেসিস৷ এক নতুন ধরণের ‘ট্রিপল স্ট্রেংথ হেক্টর প্রোটেক্টর’ পড়েই মাঠে নামেন তিনি৷ এবং ডু-প্লেসিসের দাবি, এটা পড়ে মাঠে নামার পর পাঁচ বার বলের আঘাত খেলেও একটুও ব্যথা লাগেনি তার৷ নিজের এই সফল আবিষ্কারকে আবার তিনি নাম দিয়েছেন ‘দ্য বিস্ট’৷

ডু’প্লেসিস বলেন, ‘ আমার মনে হয় বিশ্বের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘নাটস’-এ আঘাত আমি খেয়েছি৷ এটা খুবই যন্ত্রণাদায়ক৷ আমি যখন দু’টো বক্সের গার্ড পড়ে খেলতাম, তখন বল লাগলে প্রচণ্ড যন্ত্রণা হতো৷ কিন্তু ‘দ্য বিস্ট’ আবিষ্কারের পরেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here