বিলুপ্ত ছিটমহল গুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতআসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি :: ৬৮ বছর নিজ ভূমে পরবাসী থাকা বিলুপ্ত ছিটমহলবাসী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন। লালমনিরহাট জেলার অভ্যন্তরে থাকা বিলুপ্ত জনবসতিপূর্ণ ছিটমহল গুলোতে হাজারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করছেন।

লালমনিরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কমর্সূচির আয়োজন করেছে। কর্মসুচীর মধ্যে ছিলো, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা, এক মিনিট নীরবতা পালন, দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

এ দিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ জেলার কালীগঞ্জে  ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি জেলার হাতীবান্ধা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here