ষ্টাফ রিপোর্টার :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ প্রায় ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বেল্টে অভিযান চালিয়ে মোহাম্মদ রাশেদুল হক নামে এক যাত্রীকে আটক করা হয়।

পরে স্ক্যানিং করে তার কাছ থেকে ২৫৩ কার্টনে মোট ৫০ হাজার ৬০০ শলাকা সিগারেট পাওয়া যায়। আটক রাশেদুলের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়।

অন্যদিকে বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে ৬ মাস্টার কার্টন সিগারেট রেখে অজ্ঞাত পরিচয়ের যাত্রী পালিয়ে যান। পরে তার ব্যাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ এক লাখ ১৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট ছয়টি বড় ব্যাগেজে রাখা ছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here