বর্তমান সরকারের মেয়াদ শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার সাড়ে ৭ ভাগ থেকে ৮ ভাগ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এজন্য বিদ্যুতের নিশ্চয়তার প্রয়োজন বলেও জানান তিনি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, আগামী বছরের মধ্যে চার হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো।

তিনি বলেন, সরকার আশা করছে, আগামী ২০১৩ সালের পর দেশের বিদ্যুৎ সঙ্কট কেটে যাবে।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়ন ছাড়া দেশের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। আর এ খাতের উন্নয়ন করতে হলে কয়লা সম্পদের ব্যবহারের বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমাদের দেশের কয়লা অন্যান্য দেশের থেকে অনেকাংশে উন্নত মানের। এতে ক্ষতিকারক সালফারের পরিমাণ খুবই নগণ্য। এই কয়লা বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে পারলে দেশে কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন সম্ভব।’

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হক ও একই বিভাগের সচিব মেসবাহ উদ্দিন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here