ঢাকা: বাংলামোটরে পেট্রোলবোমায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ।

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদসহ বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে রমনা থানায় এই মামলা দায়ের করা হয়।

রমনা থানার এসআই নাজমুল বাদী হয়ে এই মামলাটি  দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

রমনা ডিভিশনের পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সর্দার মামলার বিষয়টি নিশ্চিত করলেও আসামিদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এ ঘটনায় কোনো আটক আছে কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, এখন (বুধবার বিকেল) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলেছে।

বিরোধীদের টানা ৮৩ ঘণ্টা অবরোধ শেষ হওয়ার ৬ ঘণ্টার মাথায় অগ্নিদগ্ধ হয়ে মরতে হয়েছে এক পুলিশ সদস্যকে। এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হয় বিএনপি জোটের অবরোধ।

উল্লেখ্য মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাংলামোটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে ট্রাফিক পুলিশ সদস্য মো. ফেরদৌস নিহত হন। এতে বাসের বাসচালকসহ আরো এক পুলিশ সদস্যও দগ্ধ হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here