ঢাকাইউনাইটেড নিউজ ডেস্ক :: বিশ্বে বসবাসের জন্য ‘সবচেয়ে অযোগ্য’ ১০টি শহরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’-এর তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক শহর।
শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো- পাপুয়া নিউগিনির পেটি মোসবে, নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, লিবিয়ার ত্রিপোলি, ক্যামেরুনের দুয়ালা, ইরানের রাজধানী তেহরান এবং আইভরি কোস্টের আবিদজান শহর।
অভ্যন্তরীণ অপরাধের মাত্রা, সংঘাতের জন্য হুমকি, স্বাস্থ্যসেবার মান, বিধি নিষেধের মাত্রা, তাপমাত্রা, বিদ্যালয়, সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা এবং গণপরিবহন- এ সব বিষয়ের ওপর জরিপ চালিয়ে ‘বসবাস অযোগ্য’ শহরের এ তালিকা করেছে ‘ইআইইউ’। এজন্য বিশ্বের ১৪০টি দেশে জরিপ চালানো হয়।
ইআইইউ পরিচালিত জরিপে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে কানাডার ভ্যানকুভার। ২০১১ সাল থেকে শহরটি তালিকায় এ অবস্থান ধরে রেখেছে।
এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গত বছরও এই শহরটি ছিল দ্বিতীয় স্থানে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here