ঢাকা: বিরোধীদলের অবরোধ চলাকালে বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েদাবাদে বাসে দেয়া আগুনে ঝলসে গেছে ঘুমন্ত এক কিশোর।
তার নাম হাসান (১৫)। সে ওই বাসটির চালকের সহকারী হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে জনপথ মোড়ে দাঁড় করিয়ে রাখা ইশরাত পরিবহনের ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, হাসানকে (১৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
এর আগে অবরোধ চলাকালে রাজধানীর মৎসভবন এলাকায় গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে দেয়া আগুনে ১৯ জন গুরুতর দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে কয়েকজন মারাও গেছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও তফসিল স্থগিতের দাবিতে দেশজুড়ে টানা ছয়দিন ধরে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। এর আগেও দু দফা অবরোধ করেছে বিরোধী জোট। এসব অবরোধে সহিংসতায় প্রায় অর্ধশত মানুষের প্রাণহানি ঘটেছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here