জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষীপুরের রামগঞ্জ পৌর শহরের আনসার ক্যাম্প সংলগ্ন রামগঞ্জ-চট্টগ্রাম সড়কে ঢাকা থেকে আসা হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে এক অটোরিক্সা চালককে চাপা দিয়ে পাশ্ববর্তি খালে পড়ে যায়। এসময় অটোরিক্সা চালক রুবেল হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রামগঞ্জ গামী হিমাচল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১০৫০৩) দ্রুত গতিতে এসে পৌর আনসার ভিডিপি ক্যাম্পের নিকট একটি অটোরিক্সাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হয়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তি খালে পড়ে যায়। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।

আহত কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, পথিমধ্যে গাড়ীর মূল চালক নেমে গিয়ে বাসটি রামগঞ্জ টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য হেলপারকে দায়িত্ব দেওয়ায় এ দূর্ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here