বাবার লাশ দেখতে এসে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ছেলে মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :: বাবার লাশ দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ছেলে শাহ আলম হাওলাদার(৪৮)। বিদায় বেলায় বাবার প্রিয় মুখটি দেখতে না পারলেও শেষ বেলায় বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে শুক্রবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাযায়, গত শুক্রবার সকালে দীর্ঘদিন বিভিন্ন রোগে আত্রান্ত থাকার পর ইন্তেকাল করেন কৃষক নজুমুদ্দিন হাওলাদার (৭৯)। ঢাকায় কর্মরত শাহআলম বাবার মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষনিক স্ত্রী, নিজ ছেলে, ভাইয়ের স্ত্রীসহ কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে দশকানি গ্রামে আসার পর আকস্মিক অসুস্থ্য হয়ে পড়েন শাহ আলম।

তাৎক্ষনিক তাকে পাশ্ববর্তী এক বাড়িতে নিয়ে চিকিৎসার উদ্যেগ নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গভীর রাতে তার মৃত্যুর সংবাদে গোটা এলাকার মানুষ ছুটে আসে। বাবার লাশ দেখতে এসে পথিমধ্যে ছেলের মর্মান্তিক মৃত্যুর সংবাদে গভীর রাতে শোকের অমানিশায় ঢাকা পড়ে গোটা এলাকার মানুষ।

শনিবার সকালে জানাযা শেষে বাবার কবরের পাশেই ছেলেকে দাফন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here