ঢাকা : জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদ জাতিসংঘের মহাসচিব বান কী মুনকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছে। চিঠিটি বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর কাছে পৌঁছে দেন এরশাদের বিশেষ সহকারী ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে তারানকোর সঙ্গে দেখা করতে যান। এ সময় তারানকো অন্য একটি বৈঠকে ব্যস্ত থাকায় ববি জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তার কাছে চিঠিটি দিয়ে যান।
চিঠি প্রসঙ্গে ববি জানান, এরশাদের চিঠিতে নির্বাচন নিয়ে জাতিসংঘের উদ্যোগকে ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়া সাম্প্রতিক সংকট নিরসনে সুনির্দিষ্ট কিছু সুপারিশ এতে রয়েছে।

এ চিঠিতে বলা হয়েছে, সব দলের অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এ ছাড়া সংবিধানের মধ্যে থেকে কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সে সম্পর্কেও বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here