বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভাবাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: দেশের প্রতি ভালোবাসা থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাংখিত সাফল্য এসেছে। এখন সাংবাদিকরাও কোন বিধি-নিষেধ ছাড়াই মুক্তমনে তাদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি একথা বলেন।

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক মাহফিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, যুব মহিলা লীগের আহবায়ক লুনা সিদ্দিকী, সাংবাদিক মো. আজাদুল হক, অলীপ ঘটক, মীর জায়েসী আশরাফী জেমস, লিটন সরকার, নিয়ামুল হাদী রানা, ইসরাত জাহান, নিয়াজ ইকবাল প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ- দোয়া মাহফিল শেষে বাগেরহাট প্রেসক্লাব খাবার বিতরন করে।

বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভাজাতীয় শোক দিবসে দৈনিক বাস্তবতা পত্রিকায় আলোচনা সভা
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট থেকে প্রকাশিত দৈনিক বাস্তবতা পত্রিকার পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরের কোর্ট মসজিদ সংলগ্ন বাস্তবতা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী, যুগ্ন সম্পাদক আজমল হোসেন।দৈনিক বাস্তবতার স্টাফ রিপোর্টার সরদার শুকুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শেখ আছাদ উজ জামান, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বাগেরহাটের সাধারণ সম্পাদক এসএম সামসুর রহমান,জাতীয় সাংবাদিক সংস্থা, বাগেরহাটের সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন।

দৈনিক বাস্তবতা পত্রিকার স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, হেদায়েত হোসেন লিটন, মোল্লা মাসুদুল হক, আকমল উদ্দিন সাখি, অলীপ ঘটক, এসএম রাজ, তাজ উদ্দিন আহমেদ, আকিঞ্জি আরিফুল ইসলাম, সোহরাব হোসেন রতন, মামুন আহমেদ, আবু সাইদ শুনু, এসএস শোহান, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম দৈনিক বাস্তবতা ও সাবিল গ্রুপের সোহেল মীর, সুমন শেখ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ আল মামুন, মোঃ সাজ্জাদ হোসেন, তাহফিম হাসান, আল আমিন, মোঃ শাকিল প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন গাজী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here