image_161750_1469857931.pngঢাকা: বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জাতিসংঘের অর্থায়নে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে৷ ‘থার্টি মিলিয়ন’ নামের এই তথ্যচিত্র ইতিমধ্যে একটি অ্যাওয়ার্ড জিতেছে৷

জাতিসংঘের হিসেবে, ২১০০ সাল নাগাদ সাগরের পানির উচ্চতা প্রায় এক মিটার বাড়তে পারে৷ সেটি হলে বাংলাদেশের প্রায় ৩১.৫ মিলিয়ন বা তিন কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ’৷ তখন এত মানুষ কোথায় যাবে – তথ্যচিত্র নির্মাণের সময় এই প্রশ্নটি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক শহিদ ইসলামের কাছে৷ উত্তরে কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলেন, “আমি জানি না৷”

উন্নয়ন অন্বেষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, সাগরের পানির উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের প্রায় ১৮ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হবে৷ বাংলাদেশের সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের মতে, পানির উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের মানচিত্র পরিবর্তিত হয়ে যাবে৷

বৃটিশ চলচ্চিত্রকার ড্যানিয়েল প্রাইস পরিচালিত তথ্যচিত্রটি নির্মাণে অর্থায়ন করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি৷ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৩৪ মিনিটের এই ডকুমেন্টারিটি দেখানো হয়৷ তথ্যচিত্রটি ইন্টারনেটেও দেখা যাচ্ছে৷

‘অ্যামেরিকান কনজারভেশন ফিল্ম ফেস্টিভ্যাল’ ইতিমধ্যে ‘থার্টি মিলিয়ন’-কে ‘ফরেন ফিল্ম অ্যাওয়ার্ড’ দিয়েছে৷-ডিডব্লিউ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here