soudiঢাকা: সীমিত আকারে কিছু নারী শ্রমিক গেলেও ২০০৮ সাল থেকে মূলত বাংলাদেশিদের জন্য বন্ধই ছিলো সৌদি আরবের শ্রমবাজার। অবশেষে সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বুধবার (১০ আগষ্ট) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

বুধবার দেশটির শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানান গোলাম মসীহ। এখন থেকে দক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবেন। রাষ্ট্রদূত আরো জানান জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর পরই খুলতে শুরু করে জনশক্তি রপ্তানির জট। সৌদি আরবে কয়েক লাখ বাংলাদেশি বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। সেদেশের শ্রমবাজারে বাংলাদেশীদের অনেক সুনাম চাহিদা রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here