বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে নবান্ন উৎসবজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে ঢাকের ঢোল, কলসি আর কাঁচি হাতে নিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলার দৃশ্য দৃষ্টি কাড়ে সবার। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে নবান্ন উৎসবএর আগে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় মাঠের ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন প্রমুখ।

পরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন চালের বিভিন্ন ধরনের পিঠাপুলীর পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কৃষক-কৃষানী ও গ্রামের বধুরা পিঠা উৎসবে অংশ নেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here