বরিশাল নগরীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চাপায় রুহুল আমিন (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাড়ৈখালী গ্রামের বাসিন্দা মোতাহার হাওলাদারের ছেলে।রুহুল আমিন নগরীর কাউনিয়া মনসাবাড়ি সড়কের  ছোটমিয়ার গলিতে ভাড়া বসায় থাকতেন।  পুলিশ ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শামীম হাওলাদারকে আটক (৩০) করেছে। শামীম বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের আ. রহিম হাওলাদেরর ছেলে।  লাশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রুহুল আমিন  বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্তব্য পালন শেষে বাসায় ফিরছিলেন। এসময় কাউনিয়া পিছনস্কুল মোড়ে পৌঁছুলে পেছন দিক থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় স্থানীয়রা বাইক চালক শামীমকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহতের পরিবার মামলা করবেন বলে জানান এসআই হেমায়েল।  জেলার আবু সায়েমও জানান, এ ঘটনায় মামলা করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here