বরিশালে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন বলে শনিবার সাংবাদিকদের সঙ্গে এক পরামর্শ সভায় জানিয়েছে সেইভ দ্য চিলড্রেন।প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে ২০১১ সালে ৪৪৫ জন এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ১৬৭ রোগীর বাস রাজধানী ঢাকায়। সবচেয়ে কম ৭ জন করে রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগে।এছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৩৭, সিলেট বিভাগে ৭৯ ও খুলনা বিভাগে ৩০ রোগী রয়েছে।এইডস্‌ আক্রান্তদের মধ্যে অনিরাপদ যৌন কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বের প্রায় ৮০ ভাগ এবং সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে ৩০ ভাগ  আক্রান্ত হচ্ছে।বরিশালের যৌনকর্মীদের মধ্যে শতকরা ৬৩ ভাগ এবং  সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে ৪৫ ভাগ সমাজের মূল ধারায় ফিরে আসতে চাচ্ছে।যৌনকর্মীদের মধ্যে ৩৭ ভাগ সেলাই, ১৬ ভাগ অ্যামব্রয়ডারি আর ১০ ভাগ আয়বর্ধনমূলক প্রশিক্ষণ নিতে চায়। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ  এবং মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র না থাকায় এটা সম্ভব হচ্ছে না।বরিশালের প্রায় ৫শ’ যৌনকর্মী ও সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের উপর জরিপ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সেইভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা মো. হাবিব মাহমুদ।জরিপে পাওয়া তথ্য অনুযায়ী যৌনকর্মীদের মধ্যে শতকরা ১৫ ভাগের বয়স ২০ বছরের কম। তাদের মধ্যে ৯৩ ভাগ বিবাহিত। এদের ২০ ভাগের সন্তান রয়েছে এবং ৩৫ ভাগ নিয়মিতভাবে স্বামীর সঙ্গে বাস করে। এদের মধ্যে ৩৬ ভাগ প্রতিমাসে ২০ দিনেরও বেশি সময় যৌনকাজ করে। প্রতিদিন ১০ জনের বেশি যৌনকাজ করে। যৌনকর্মীদের মধ্যে ৬৪ ভাগ ধূমপান এবং তামাক গ্রহণ করে।সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে ৫১ ভাগ ৩০ বছরের কম বয়সী। ৪৫ ভাগ সেবী ৩১ থেকে ৪০ বছর বয়সী। সেবীদের মধ্যে নিরক্ষর শতকরা ৭ ভাগ, ২৮ ভাগ প্রাথমিক শিক্ষা নিয়েছে। আর ৫৩ ভাগ মাধ্যমিক পর্যায়ে শিক্ষিত।সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে শতকরা ১০ ভাগ ১০ বছরেরও অধিক সময় ধরে ব্যবহার করছে। ৩৫ ভাগ ব্যবহার করছে ৫ বছর ধরে। সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে শতকরা ৫৬ ভাগ বিবাহিত।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here