ঢাকা: এই নিয়ে গত তিন মাসে চারটি ঘূর্ণিঝড় তৈরি হলো বঙ্গোপসাগরে৷
উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি৷ গভীর নিম্নচাপ রূপে সমুদ্রের উপর টানা দুদিন দাঁড়িয়ে শক্তি বাড়িয়ে শনিবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি৷
আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে, শনিবার বেলা ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৬০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৪৯০ এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দূরত্বে অবস্থান করছিল। ঘণ্টায় এর গতিবেগ ৭০ কিলোমিটার এবং কেন্দ্রে এর গতিবেগ ঘণ্টায় ৫৪ কিলোমিটার।
ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশে সাগর উত্তাল রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থানরত মাছধরার ট্রলার ও নৌযানসমূহকে উত্তর বঙ্গোপসাগর দিয়ে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ‘ম্যাডি’ নামকরণ করেছে মালদ্বীপ৷ এর আগে ‘ফাইলিন’ এর নাম রেখেছিল থাইল্যান্ড, ‘হেলেন’ এর নামকরণ করেছিল বাংলাদেশ এবং ‘লহর’ নাম রেখেছিল ভারত৷
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here