বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়  যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়তে চাই। তিনি সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাওয়ার আহব্বান জানান। তিনি আরও বলেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরের মুক্তিযুদ্ধের এই স্মৃতি স্বম্ভটি হবে ভবিষ্যত প্রজন্মের নিদর্শন স্বরূপ। শুক্রবার সকাল ১১টায় সলঙ্গার থানার হাটিকুমরুল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্বম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জনসভায় উপরোলিখিত বক্তব্য রাখেন। হাটিকুমর“ল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান বি.এস.সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ এমপি আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ হেলাল মোর্শেদ খান (বীরবিক্রম), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহ্রাব হোসেন সরকার, উলাপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বি.এ, সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউ.পি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উলাপাড়া নির্বাহী কর্মকর্তা অতুল সরকার প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here