তানসেন, বগুড়া প্রতিনিধিঃ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, প্রগতিশীল চর্চার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন, জাতি গঠনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঠিক তেমনি আমাদের প্রতিটি শিশুকে জাতি গঠনে ভুমিকা রাখতে হবে। আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যত। তাই মুক্তিযুদ্ধের চেতনায় আজকের প্রতিটি শিশু বড় হয়ে এ দেশের কল্যাণে কাজ করে যাবে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরাম আয়োজিত শিশু কিশোর প্রথম ঈদ উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃতিজন খন্দকার গোলাম কাদের, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি এ্যাডঃ মনতেজার রহমান মন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মনোয়ার্বল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহুর্বল ইসলাম রতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দলীয় সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা, কুইজ, যাদু প্রদর্শন, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিশুরা অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here