বগুড়া : নির্বাচনী হাওয়া লেগেছে বগুড়ার সর্বসত্মরেই। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মুখেও এখন নির্বাচনের গল্প। পাশাপাশি উঠে আসছে বিএনপিসহ তাদের জোট নির্বাচনে আসছেন না বাহিরে থাকছে, না এলে নির্বাচন হবে কি না, হলেওতা কেমন হবে, বিএনপি না এলে তারা নির্বাচনে কোন সমস্যা সৃষ্টি করবে কিনা এমন নানান প্রশ্ন। দশম জাতীয় সংসদ নির্বাচনের দল গোছাতে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন উত্তোলনের পরে পোষ্টার ফেষ্টুন লাগিয়ে কেউবা মোটর সাইকেল শোভাযাত্রা করে নিজেদের মনোনয়ন প্রত্যাশার কথা জানান দিচ্ছেন। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে ব্যসত্ম হয়ে পড়েছেন তারা। এবারের নির্বাচনে বগুড়ার ৭টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই নতুন মুখ।

জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনে সম্ভব্য প্রার্থীরা প্যানা ফেষ্টুন লাগিয়ে তাদের প্রার্থীতার জানান দিতে শুরু করেছে। বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তারা এখন জনসমর্থন আদায়ে ব্যসত্ম।

দলীয় সূত্রে জানাযায়, বগুড়ার ১২ টি উপজেলা ৭ টি সংসদীয় আসনে বিভক্ত। এই ৭টি আসনে মনোনয়নের জন্য দলীয় মনোনয়ন পত্র কিনেছেন ৫৪ জন মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে ২ জন তুলেছেন দুটিকরে আসনে।

এরমধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন কিনেছেন সদ্য সাবেক সংসদ সদস্য কৃষিবীদ আব্দুল মান্নান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাঃ ছিদ্দিকুর রহমান, অধ্যড়্গ মঞ্জিল আলী সরকার, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান শাজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা মকবুল হোসেন, খাবিরম্নজ্জামান, সাবেক এম পি সুরম্নজ্জামানের ছেলে বিপস্নব, শাহীন আহম্মেদ টুকু।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিল্পপতি আকরাম হোসেন, আজিজুল হক, মোসত্মাফিজুর রহমান মোসত্মা, শাহজাদা চৌধুরী, আব্দুল করিম, অধ্যাপক রফিকুল ইসলাম। উল্লেখ্য, গত নির্বাচনে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মৃধা, সধারণ সম্পাদক ও আদমদিঘী উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, তার স্ত্রী মঞ্জুআরা বেগম, সাবেক সাঃ সম্পাদক সোলায়মান আলী ও বগুড়া জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, মিজানুর রহমান খান সেলিম।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, শিল্পপতি আইনুল হক সোহেল, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পিপি এ্যাড. হেলালুর রহমান, জাহিদুর রহমান, রেজাউল করিম পিংকু। উলেস্নখ্য, গত নির্বাচনে এ আসনটি মহাজোটের শরিক জাসদকে ছেড়ে দেয়া হয়েছিল। সেবার নির্বাচন করেছিলেন জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন। এবারও তিনি নিজ দলীয় মনোনয়ন কিনেছেন ও জমা দিয়েছেন বলে জানাগেছে।

বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, সাকেব সাংসদ সাংবাদিক আমানুলস্নাহ খান, এ্যাড. আমানুল্লাহ আমান, ধুনট উপজেলা চেয়ারম্যান নুরম্নন্নবী তারিক, আব্দুল হান্নান।

বগুড়া-৬ (সদর) আসন থেকে মনোনয়ন তুলেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. রেজাউল করিম মন্টু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্‌বায়ক সুলতান মাহমুদ খান রনি, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সভাপতি সাখাওয়াত হোসেন শফিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লাইজিন আরা লীনা, ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জেলা বিএমএর সভাপতি ডাঃ মোসত্মফা আলম নান্নু, গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ আজম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাবেক মহিলা সাংসদ কামরুন্নাহার পুতুল, কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক এমারত আলী, তালেবুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হেফাজত আরা মীরা। উলেস্নখ্য, গত নির্বাচনে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল।

বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্‌বায়ক সুলতান মাহমুদ খান রনি মনোনয়ন প্রত্যাশীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার ৭টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই নতুন মুখ। মনোনয়ন পত্র কিনে জমাদেয়ার পর থেকেই সবাই এখন ব্যাস্ত মাঠে ময়দানে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের কাছে টানতে সবাই ছুটছে তৃণমূলে। সব মিলিয়ে বগুড়ার সর্বস্তরেই এখন বইছে নির্বাচনী হাওয়া ।

তানসেন আলম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here