রোহিঙ্গাদের ঢলডেস্ক নিউজ :: মিয়ানমারের সরকার রোহিঙ্গা মুসলিমদের কাছে কাউকে যেতে না দেয়াকে  ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

সহিংসতার পরও রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা রয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকক।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মিয়ানমার থেকে ফের বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশংকা করা হচ্ছে। এ নিউজটি প্রকাশ করেছে বিবিসি।

গত আগস্ট মাস থেকে রাখাইনে সেনাবাহিনীর অভিযানের পর ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এটি বড় রকমের মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে।

লোকক বলেন, জাতিসংঘের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে মিয়ানমারে যেতে পারবেন বলে তারা আশা করছেন।

তবে ওই কর্মকর্তাকে রাখাইনে কতোটা স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে সেটা পরিস্কার নয় বলে জেনেভা থেকে বিবিসির সংবাদদাতা বলেছেন।

এদিকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতাকে জাতিগত নিধন অভিযানের সঙ্গে তুলনা করে জাতিসংঘ।

কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী ভাষ্য, তারা সন্ত্রাস দমনের চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার পরই সেনাবাহিনীর অভিযান শুরু হয়।

মানবাধিকার সংগঠনগুলো জানায়, উত্তর রাখাইনে রোহিঙ্গাদের চার শতাধিক গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে।

এই পরিস্থিতিতে কর্মকর্তাদেরকে রাখাইনে যেতে দেয়ার জন্যে মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান।

তিনি বলেন, রোহিঙ্গাদের আসা এখনও বন্ধ হয়নি। হাজার হাজার রোহিঙ্গা এখনো মিয়ানমারে অবস্থান করছে। ফের শরণার্থীদের ঢল নামতে পারে। আর এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

মিয়ানমারের সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, আরও অনেক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দেয়ার জন্যে প্রস্তুত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here