ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে বৃহস্পতিবারের ভূমিধসের পর এ পর্যন্ত ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ৪৬ জন। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই মাটির নিচে চাপা পড়ে আছে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। গত বৃহস্পতিবার মিন্দানাও দ্বীপের একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে কাদা-মাটির নিচে সাড়ে সাত হাজার বর্গ কিলোমিটার এলাকা তলিয়ে যায়। ভূমিধসের সময় ওই এলাকার বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।
ফিলিপাইনের ওই প্রত্যন্ত পাবর্ত্য অঞ্চলে স্বর্ণ খনি রয়েছে এবং ভাগ্য অন্বেষণে অনেকেই ওই এলাকায় বসবাস করতে শুরু করেছিল। গত বছর এলাকাটিকে বসবাসের জন্য বিপজ্জনক ঘোষণা করার পরও অধিবাসীরা ওই গ্রাম ছেড়ে যেতে অস্বীকার করেছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here