West Indies' batsman Shannon Gabriel kneels after being bowled by India's Amit Mishra, right, during day three of their first cricket Test match at the Sir Vivian Richards Stadium in North Sound, Antigua, Saturday, July 23, 2016. (AP Photo/Ricardo Mazalan)

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ভারতের করা ৫৬৬ রানের জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের এ কি হাল? জবাবটা তো ভালোভাবে দিতে পারলই না, উল্টো মোহাম্মদ সামি ও উমেশ যাদবের বোলিং তাণ্ডবে ফলোঅনে পড়েছে স্বাগতিকরা। ইনিংস পরাজয় এড়াতে এখনও ৩০২ রান দরকার ক্যারিবিয়দের।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে দলের খাতায় ২১ রান যোগ করতেই নেই এক উইকেট। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন ক্রেইগ ব্রাথওয়েট (২)। ক্যারিবিয়দের অপরাজিত দুই ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা (৯) ও ড্যারেন ব্রাভো (১০)।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯০.২ ওভার খেললেও ২৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩০ রানের মাথায় রাজেন্দ্র চন্দ্রিকার (১৬) উইকেট হারানোর পর দ্বিতীয় দিন শেষে ৩১ রান জমা পড়েছিল জেসন হোল্ডারের দলের ঝুলিতে। তৃতীয় দিনে খেলতে নেমে যাদব-সামির বোলিংয়ে মোটে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি তারা। ব্রাভো-স্যামুয়েলসরা একে একে পথ ধরেছেন সাজঘরে। ওপেনার ব্রাথওয়েট দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন।

ভারতের পক্ষে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন উমেশ যাদব। সমসংখ্যক উইকেট পকেটে পুরেছেন মোহাম্মদ সামিও। বাকি দুটি উইকেট দখলে নিয়েছেন অমিত মিশ্র।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here