ইউনাইটেড নিউজ ২৪ ডট কম

        কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আফজল খান।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মর্ডান স্কুলে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

আফজল খান বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ পর্যন্ত হলে তিনিই বিজয়ী হবেন।

নির্বাচনে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে জানিয়ে আফজল খান ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী থাকলেও এই নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী হয়েছেন দুজন। এদের একজন নূর-উর রহমান মাহমুদ তানিম সোয়া ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়েছেন।

আরেক বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান মিঠু শাকতলায় ইসহাক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

শতভাগ ইভিএম ব্যবহারের এই নির্বাচনে এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। নানা বয়সী নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেছেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা করেন, শেষ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবেন।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট নয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here