মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে যান্ত্রীক ত্রুটির কারনে শনিবার রাত ১০টা থেকে  রোববার দুপুর পর্যন্ত আখ মাড়াই বন্ধ ছিল। ফলে বিভিন্ন কেন্দ্র হতে আসা আখ এবং মিলগেটে সরাসরি সরবরাহ কৃত আখ মিল ইয়াডে শুকিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আখচাষীরা গতকাল রোববার বেলা ১১টা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। চিনি কলের মহা-ব্যবস্থাপক (কারখানা) আকমল হোসেন  এর অপসারনের দাবী  করে এবং দ্রুত আখ ওজন নিয়ে নিয়মিত আখ সরবারহের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তারা । বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো.আকরাম হোসেন মিয়া, সাধারন সম্পাদক মো.সিরাজুল ইসলাম, ২নং ইউনিটের সভাপতি মো.শহিদুল ইসলাম, ১৪ নং ইউনিটের সভাপতি মো.শাহজাহান খান প্রমুখ। বক্তারা কারখানা দ্রুত ত্রুটি মুক্ত করে নিয়মিত আখ সরবরাহের দাবী জানান ।

অপর দিকে কারখানার ত্রুটিমুক্ত বয়লার দ্রুত মেরামত করার জন্য সংশিষ্ট কর্মচারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ বিভাষ দত্ত/ফরিদপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here