পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকস্টাফ রিপোর্টার :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা সেখানে ঘটেনি।
বৃহস্পতিবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ১৮ ঘণ্টা চেষ্টার পর ফরহাদ মজহারকে উদ্ধার করে। এই সময় তিনি মোবাইল ফোনে নিজের স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে ১০ বার ও তার ভক্ত অর্চনা রানীর সঙ্গে ছয়বার কথা বলেছেন।
শহীদুল হক বলেন, ৩ জুলাই সন্ধ্যার আগে ফরহাদ মজহার খুলনার একটি মার্কেটের দোকান থেকে অর্চনা রানীকে প্রথমে  ১৩ হাজার ও পরে ২ হাজার টাকা রকেটের মাধ্যমে পাঠান। এ থেকে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ওই নারীর টানেই তিনি বাসা থেকে বেরিয়ে যান।
আইজিপি বলেন, অর্চনা রানীর সঙ্গে যোগাযোগের কথা ফরহাদ মজহারের স্ত্রী নাও জানতে পারেন। সে জন্যই হয়তো ফরহাদ মজহার অপহরণের এই নাটক সাজিয়েছেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here