নওগাঁ : নওগাঁর আত্রাইয়ের হাওয়ই পাড়া নামক স্থানে ও ২৪৮ নম্বর ব্রীজের নিকট বুধবার রাতে ৩২ ইঞ্চি রেলপাত কেটে ফেলায় হয়। এতে সৈয়দপুরের সাথে ঢাকা, রাজশাহী ও খুলনার সাথে প্রায় ৩ ঘন্টা সকল প্রকার রেল যোগাযোগ বিছিন্ন থাকে।

স্থানীয় (সান্তাহার) রেল প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, অবরোধ কারীরা রাতের অন্ধকারে নাটোর জেলার নলডাঙ্গা ও আত্রাই উপজেলার হাওয়ই পাড়া সীমান্ত এলাকায় ৩২ ইঞ্চি রেলপাত কেটে ফেলা হয়।

রেলকর্মী মাহমুদু হাসান ভোর রাত ৪ টা ২১ মিনিটে রেলপাত কাটা অবস্থায় দেখতে পেয়ে সংশিস্নষ্ট বিভাগে সংবাদটি দিলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দ্রুত মেরামত করা হয়। মেরামতের ফলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এতে বড় রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হলো রেল যাত্রীদের।

রেলপাত কাটার ফলে সৈয়দপুরের সাথে ঢাকা, রাজশাহী ও খুলনার সাথে সকল প্রকার রেল যোগাযোগ বিছিন্ন। এতে প্রায় ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

 তন্ময় ভৌমিক/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here