১১ জানুয়ারি ৫৬ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে প্রতিবেশী ভারতীয় রাজ্য ত্রিপুরা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ঢাকা থেকে বিশেষ একটি বিমানে ওই দিন বেলা তিনটায় তিনি আগরতলা গিয়ে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগরতলা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল।

কপিল সিবাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিশেষ দূত হিসেবে সেখানে উপস্থিত হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একটি সূত্র জানায়, রোববার প্রধানমন্ত্রীর আগরতলা সফরের সূচি চূড়ান্ত হবে। সেদিনই তা রাষ্ট্রাচার অণুবিভাগের কাছে পাঠানো হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here