arshad201আবারও আলোচনায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। নানা ক‍ারণে তিনি মাঝে মধ্যেই খবরের শিরোনাম হয়ে উঠেন। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার গুঞ্জন ভিন্ন বিষয়ে। প্রায়ই তিনি সরকারের সমালোচনা করেন। রয়েছেন সরকারি পদেও। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দিতে পারেন- সর্বশেষ এ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে তাকে নিয়ে। তবে এরইমধ্যে  ঠান্ডা জনিত অসুস্থতার কারণে সিএমএইচে ভর্তি হয়েছেন এরশাদ। মঙ্গলবার সকালে তিনি ওই হাসপাতালে ভর্তি হন বলে জাপা সূত্রে জানা গেছে।

গত দুই বছর ধরে এরশাদের পদবি প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় সদস্যও রয়েছেন। দলটি আবার প্রধান বিরোধী দলও। এ নিয়েও যথেষ্ট আলোচনা-সমালোচনা হয়েছে। দলীয় মন্ত্রীদের পদত্যাগ নিয়ে অনেকবারই কথা বলেছেন এরশাদ। নিজের পদ নিয়ে এতোদিন ছিলেন নীরব। তবে সম্প্রতি এক সভায় তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীরা এবং তিনি নিজে পদত্যাগ করলেই জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি চিঠি এরশাদ প্রস্তুত করেছিলেন। তবে সে চিঠি তিনি পাঠাননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here