ঢাকা: শুধু মন্ত্রিসভা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

মন্ত্রিসভার সদস্যরা কেন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন জাতি তা জানে। তাদের পরিকল্পনার সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়ার অংশ এটি। এতে কোনো লাভ হবে না।

সোমবার মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তার প্রতিক্রিয়ায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী রোববার এক অনুষ্ঠানে বলেছেন, দেশের শান্তির জন্য পদত্যাগ করতে রাজি। দেশের মানুষ সেজন্যই প্রতীক্ষা করছে।

তিনি বলেন, আমরা মনে করি, মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। তা হবে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ। সর্বদলীয় সরকারের পথে এগিয়ে গেলে তাতে সঙ্কটের সমাধান হবে না।

বিরোধী জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে মানুষ সর্বাত্মকভাবে হরতাল পালন করছে বলেও দাবি করেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here