New Zealand's captain Kane Williamson (R) reacts during the first day of the second test in a series of two matches, where New Zealand leads hosts Zimbabwe 1-0, at the Queens Sports Club in Bulawayo, on August 6, 2016.  / AFP / JEKESAI NJIKIZANA        (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)
New Zealand’s captain Kane Williamson (R) reacts during the first day of the second test in a series of two matches, where New Zealand leads hosts Zimbabwe 1-0, at the Queens Sports Club in Bulawayo, on August 6, 2016. / AFP / JEKESAI NJIKIZANA (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক: বুলাওয়েতে দ্বিতীয় টেস্টেও রানের পাহাড় গড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। কুইন্স পার্ক ওভালে প্রথম দিন শেষে ওপেনার টম লাথামের সেঞ্চুরির বদৌলতে নিউজিল্যান্ড ৮৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৩২৯ রান। ৯৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

এদিন টস জিতে ব্যাটিং বেছে নেন কিউই অধিনায়ক। ওপেনিং জুটিতে মার্টিন গাপটিল ও লাথাম দারুন শুরু করে দিয়ে যান। দুজনে মিলে তুলে ফেলেন ১৬৯ রান। গাপটিলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ডোনাল্ড ত্রিপানো। আউট হওয়ার আগে তিনি ১১১ বলে করেছেন ৮৭ রান। ১১ বাউন্ডারীর পাশাপাশি মেরেছেন একটি ছক্কা।

গাপটিল ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও লাথাম করেননি। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শন উইলিয়ামসের করা ৯০তম ওভারের পঞ্চম বলে কট এন্ড বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। এই রান করতে লাথামকে খেলতে হয়েছে ২৬৯ বল। চার মেরেছেন ১১টি।

উইলিয়ামস ১৫ ও ত্রিপানো ৫৮ রান দিয়ে পেয়েছেন ১টি করে উইকেট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here