প্রতিচ্ছবি সাহিত্য সম্মান পেলেন ফারুক আহমেদকলকাতা প্রতিনিধি :: ‘প্রতিচ্ছবি’ পত্রিকার পক্ষ থেকে রবিবার (২৪ ডিসেম্বর) ‘প্রতিচ্ছবি সাহিত্য সম্মান’ প্রদান করা হল কলকাতার বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফারুক আহমেদকে। ‘প্রতিচ্ছবি’ পত্রিকা প্রতি বছর এই সাহিত্য সম্মান ও সংবর্ধনা দিয়ে আসছে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য।

‘প্রতিচ্ছবি’ পত্রিকার পক্ষ থেকে সম্পাদক কবিরুল ইসলাম কঙ্ক বিকেলে বেলডাঙ্গার এস আর এফ কলেজ মাঠে ‘বেলডাঙ্গা বইমেলা’র মুক্তমঞ্চে এই সাহিত্য সম্মান তুলে দিলেন ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও কবি-সাহিত্যিক ফারুক আহমেদের হাতে।

কবি ফারুক আহমেদকে প্রথমে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণের পর মানপত্র, স্মারক এবং কিছু মূল্যবান গ্রন্থ তুলে দিয়ে সম্মান জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নিখিল কুমার সরকার, সমীরণ ঘোষ, নীহার রঞ্জন আদক, সামিম আখতার খান প্রমুখ।

ফারুক আহমেদ দীর্ঘ ২১ বছর ধরে নিয়মিত সাহিত্য চর্চা করছেন। বাংলার বহু প্রতিভাকে সাহিত্য আকাশে তুলে ধরছেন নিয়মিত। তিনি ১৭ বছর সম্পাদনা করছেন ‘উদার আকাশ’ সাহিত্য পত্রিকা। তাঁর ‘উদার আকাশ’ প্রকাশন থেকে ইতিমধ্যে ৭৭টি গবেষণামূলক ও সাহিত্য বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রাম বাংলার সাহিত্য প্রতিভারা ‘উদার আকাশে’ আত্মপ্রকাশ করে অনেকেই ইতিমধ্যে তাঁদের প্রতিভার বিকাশ ঘটিয়ে বিশেষ দাগও কেটেছেন সাহিত্য আকাশে। ফারুক আহমেদ ইতিমধ্যে কয়েটি সাহিত্য সম্মান পেয়েছেন।

ফারুক আহমেদের হাতে “প্রতিচ্ছবি সাহিত্য সম্মান” তুলে দিয়ে ‘প্রতিচ্ছবি’ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম কঙ্ক জানান, ‘যারা দীর্ঘদিন ধরে নীরবে সাহিত্যচর্চা করছেন, অথচ প্রচারের বাইরে আছেন, তাঁদের সামনের সারিতে তুলে আনার জন্যই এই সাহিত্য সম্মান প্রদান করে আসছি বিগত দশ বছর ধরে।কবি, সম্পাদক ও সাহিত্যিক ফারুক আহমেদের হাতে “প্রতিচ্ছবি সাহিত্য সম্মান” তুলে দিতে পেরে আমরা গর্বিত হলাম।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here