ঢাকা : কম্পিউটার প্রকৌশলী সুমন কুমার দত্তকে হত্যার দায়ে চার জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মো. আবদুল করিম সরদার, মো. রাশেদ সরদার রাজু, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী।

রায়ের সময় রাজু ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। রাজু পলাতক রয়েছে।

রায়ে আরেক আসামি আসাদুজ্জামান খান সজিবকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। শামীম ফকির নামে একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

এছাড়া রাজু ও করিমকে চুরির দায়ে আরেকটি ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরে এ টেক করপোরেশনের মালিক কম্পিউটার প্রকৌশলী সুমন কুমার দত্তকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তার কার্যালয়ে লুটপাটও চালানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুশীল কুমার দত্ত মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান,এ মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে মোট ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here