united-nation2প্রকাশনা সংস্থা জাগৃতির স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা বলেছেন।

স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি এ ঘটনায় অবশ্যই তীব্র নিন্দা জানানো উচিত। এই ঘটনায় পূর্ণ তদন্ত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। অপরাধীদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান বান কি মুনের এ মুখপাত্র।

শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একইদিনে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুলসহ তিন জনের উপরহামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েকঘণ্টা পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here