পুলিশী হামলার প্রতিবাদে ও ধর্মঘটের সমর্থনে জবিতে বিক্ষোভ মিছিলসাভার:: প্রগতিশীল ছাত্র জোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সুন্দরবন রক্ষার দাবিতে জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘটের সমর্থনে আজ সোমবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেরাব আজাদ, অর্থ সম্পাদক প্রসেনজিৎ সরকার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এম এম মুজাহিদ অনিক।

সমাবেশে বক্তারা বলেন,“ ইউনেস্কোসহ দেশী বিদেশী পরিবেশবাদী সংগঠন, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ, শিক্ষক-শিক্ষার্থী এই প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আসছে। সরকার সকল জনমত সকল যুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা বিভ্রান্তিমুলক অপপ্রচার করে সম্পূর্ণ গায়ের জোরে সুন্দরবন ধ্বংসের আয়োজন করছে। এর প্রতিবাদে জাতীয় কমিটির হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা-নির্যাতন চালায়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে শাহবাগ অভিমুখে মিছিল বের করলে মুহুর্মুহু টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান ছোড়ে। হামলায় অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক আহত হয়। গ্রেপ্তার করা হয় ৫ জনকে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”- প্রেসবিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here