টানা দরপতনের ঘটনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে গণভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গণভবনের ব্যাংকোয়েট হলে এ বৈঠক শুরু হয়।

ঈদ ছুটির পর লেনদেন শুরুর প্রথম তিন দিন ব্যাপক দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যার এ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এসইসির তিন সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ফখরউদ্দিন আলী আহমেদ বৈঠকে রয়েছেন।

অর্থ সচিব মোহাম্মদ তারেক, এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ব্যাংক উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকস- এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনও বৈঠকে এসেছেন বলে গণভবন সূত্রে জানা গেছে।

টানা কয়েকদিন দরপতন চললেও পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক আহ্বানের পর আজ বুধবার লেনদেনে চাঙাভাব লক্ষ্য করা গেছে। ডিএসইর সাধারণ সূচক ৩৩৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৭ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here