পাবনা: যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম মাকসুদা সিদ্দিকা।

পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক পাবনা জেলা প্রতিনিধি আলমাসুর রহমান। কর্মশালায় মেজনিন প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক সেন্টার ঢাকার সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মীর শামসুল আলম।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মেননিন প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট মো: শরিফুল ইসলাম। এছাড়াও ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয় ২০১৩ সালের এক জরিপে দেখা গেছে শতকরা ৬৮ ভাগ শিক্ষার্থী স্কুলের সামনে এবং স্কুল সংলগ্ন এলাকায় যৌন হয়রানির শিকার হয়। চলতি বছরের অক্টোবর মাসে প্রকাশিত এক জরিপে দেখা গেছে ৮০ শতাংশ বিবাহিত নারী পারিবারিক নির্যাতনের শিকার। এছাড়াও চলতি বছরের ৯ ফেব্রুয়ারী প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে বলা হয় ৪৯ শতাংশ শিক্ষার্থী সাইবার হয়রানির শিকার হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here