পানির দাবীতে তিস্তা ব্যারাজ অভিমুখে বাসদের রোডমার্চ সমাপনীআসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি  :: তিস্তাসহ দেশের ৫৪ অভিন্ন নদীতে পানির ন্যায হিস্যার দাবীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ সমাপনী সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

সোমবার বিকালে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকায় রোডমার্চর সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া এ রোডমার্চ উদ্ধোধন করেন বাসদের কেন্দ্রীয় সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

বোডমার্চে উপস্থিত ছিলেন, বাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক, মিলু কমরেড রাজেকুজ্জামান রতন, রংপুর বাসদের আহবায়ক কমরেড আব্দুর কুদ্দুস। রোডমার্চটি জাতীয় প্রেসক্লাব থেকে তিস্তা ব্যারাজ আসার পথে রংপুরের মেডিকেল মোড়, পাগলাপীর, নীলফামারীর বড়ভিটা, জলঢাকা, ডিমলার চাপানীরহাটে সমাবেশ করে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ প্রদক্ষিন করেন। বোডমার্চকে সংহতি জানিয়ে বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুরের প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল হোসেন, সিপিবি’র রংপুর জেলা সম্পাদক কমরেড শাহীন রহমান, জাসদ’র রংপুর মহানগর সভাপতি গৌতম রায় ও জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা অশোক সরকার প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here