ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।

এখন ঘাট এলাকা দ্রুত যানজট মুক্ত করতে অগ্রাধিকার ভিত্তিতে আগে উভয় পাড়ে আটকে পড়া ছয় শতাধিক যানবাহন পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের ম্যানেজার (কমার্স) আশরাফ উল্লাহ খান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে আগে উভয় পাড়ে আটকে পড়া যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে মাস্টাররা ফেরি চলাচলে দিক ঠিক করতে সমস্যায় পড়েন। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

এ সময় মাঝ নদীতে ৪০টিরও বেশি যানবাহন ও সহস্রাধিক যাত্রী নিয়ে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, খান জাহান আলী, আমানত শাহ, কেরামত আলী ও কুমারী ফেরি নোঙর করে থাকে। এতে দুর্ভোগ বাড়ে যাত্রীদের।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএ মামুন

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here