ettyhউরিতে ভারতীয় সেনা হত্যার জবাবে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারতীয় সেনা কমান্ডো। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে জানা গেছে।  এ হামলায় কোনো ভারতীয় নাগরিক মারা যাননি। বুধবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চলে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, লাইন অব কন্ট্রোল অতিক্রম করে সন্ত্রাসীদের ওপরে হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অপারেশনের মহাপরিচালক রনজিত সিং বলেন, এ অপারেশনের লক্ষ্য সেসব সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা যারা আমাদের দেশে অনুপ্রবেশ করতে চায়।

১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে প্রাণ হারায় ১৮ ভারতীয় সেনা। পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করা হলেও তারা তা শিকার করেনি। সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here