indianarmysergi22প্রয়োজনে আবারো পাকিস্তানে ঢুকে হামলা (সার্জিক্যাল স্ট্রাইক) চালাতে প্রস্তুত ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে দেশটির রাজনৈতিক দলগুলোকে।

প্রথমবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তারা। আর সেখানেই তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, প্রয়োজনে আবারো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে।

সেনা আধিকারিক বিপীন রাওয়াত জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বরের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছিল কয়েকটি নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে। সেখানে পরিষ্কার করে বলা ছিল, জঙ্গিরা ওই এলাকাতেই অবস্থান করছিলো। আর সেখানে থেকে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিল।

বৈঠকে উপস্থিত ছিলেন, সরকার পক্ষের সাংসদরা ছাড়াও কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা। সেখানেই সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য দেওয়ার পাশাপাশি, যথেষ্ট প্রমাণও দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here